ঢাকা | বঙ্গাব্দ

অধিকৃত কাশ্মীর দখল করবো: যোগী

এর আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন, বিজেপি ৪০০ আসনে জিতলে আজাদ কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হবে।
  • | ০১ অক্টোবর, ২০২৪
অধিকৃত কাশ্মীর দখল করবো: যোগী যোগী আদিত্যনাথ

জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কাশ্মীরের আরএস নির্বাচনী আসনে সফরকালে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তিনি দাবি করেছেন, পাকিস্তান অধিকৃত (আজাদ) কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্দ্য অংশ। চিরকাল আন্তর্জাতিক মঞ্চে এমনটাই বলে এসেছে ভারত। মুখে বলে কাজ হয়নি। এবার কাজে করিয়ে দেখাবে ভারত।

এর আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন, বিজেপি ৪০০ আসনে জিতলে আজাদ কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হবে। এবার কাশ্মীরে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে সেই স্পর্শকাতর বিষয়টিকেই হাতিয়ার করলেন যোগী। তিনি বলেন, পাকিস্তান এখন ভিখারিতে পরিণত হয়েছে। তারা নিজেরদেরই সামলাতে পারছে না, অধিকৃত কাশ্মীর কী করে সামলাবে? পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাই এখন পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন করছেন।

জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে ২৬ আসনে মোট তিন হাজার ৫০২টি ভোটকেন্দ্রে বুধবার (২৫ সেপ্টেম্বর) দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হয়। এতে ভোট দিয়েছেন মোট ৫৬ দশমিক ০৫ শতাংশ ভোটার। এই দফায় মোট প্রার্থীসংখ্যা ২৩৯।