ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে জানায়, গত বছরের ৭ অক্টোবর থেকে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯২ হাজার ৪০১ জন।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত বছরের ৭ অক্টোবর তেলআবিবে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় ১২০০ জন নিহত হয় এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু আত্মমর্যাদা রক্ষার্থে গাজায় পাল্টা হামলার নির্দেশ দেন। সেই থেকে চলমান হামলায় গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৪০ জন নিহত হয়েছেন।
এর ফলে গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ৫ জনে পৌঁছেছে। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৯২ হাজার ৪০১-এ। আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এদের বড় অংশ নারী ও শিশু। ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর এক প্রতিবেদনে জানায়, ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় ১৭ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ২ হাজার ১০০ জনই দুই বছরের কম বয়সি।