ঢাকা | বঙ্গাব্দ

সাবেক এমপি এম এ লতিফ তিন দিনের রিমান্ডে

চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফকে সহিংসতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
  • | ১৭ আগস্ট, ২০২৪
সাবেক এমপি এম এ লতিফ তিন দিনের রিমান্ডে চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ।

চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফকে সহিংসতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৭ আগস্ট) সকালে তাকে আদালতে হাজির করে আট দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে তাঁকে নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


মামলার বাদী মোহাম্মদ এরশাদ অভিযোগ করেন, গত ৪ আগস্ট চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ শেষে বাদী এবং অপরাপর সহযোগীরা বাসায় ফিরছিলেন। পথিমধ্যে আসামি এম এ লতিফের নেতৃত্বে এবং প্রত্যক্ষ নির্দেশে অন্তত দেড়শ ব্যক্তি দা, কিরিচ, লোহার রড, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ অতর্কিতভাবে বাদী এবং তার সহযোগীদের ওপর হামলা করে। এতে তাদের ছোড়া গুলিতে বাদী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আহত হন অনেকে।


গ্রেপ্তার এম এ লতিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর কাদের পাটোয়ারী বলেন, সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।