সৌদি সুপার কাপের ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে আগে লিড পেয়েছির আল নাসের। প্রথমার্ধে দাপুটে খেলার পর দ্বিতীয়ার্ধে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে আল নাসেরের। তাণ্ডব চালিয়ে সুপার কাপে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে আল হিলাল।
শিরোপার লড়াইয়ে রোনালদোদের ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আল হিলাল। সুপার কাপে এটি তাদের রেকর্ড পঞ্চম শিরোপা। দুটির বেশি শিরোপা জেতেনি অন্য কোনো দল।
আভা সিটিতে ম্যাচের প্রথমার্ধের লড়াইটা অবশ্য আল-নাসরই জিতেছে। পুরো ৪৫ মিনিট ছিল তাদের আধিপত্য। বল দখলে পিছিয়ে থাকলেও প্রথমার্ধে গোলে শট নেয়া কিংবা গোলের সুযোগ তৈরিতে আল-নাসই ছিল এগিয়ে। টানা ভাল খেলার সুফল তারা পায় ম্যাচের ৪৪ মিনিটে।
আব্দুল রহমান ঘারেবের পাসে বক্সের সেন্টার থেকে বাঁ পায়ের শট নেন রোনালদো। বল পোস্টে লেগে জালে জড়ায়। ডানপ্রান্তের নিচু সেই শট ঠেকাবার উপায় ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের। এগিয়ে থেকেই বিরতিতে যায় আল-নাসর।
৫৫ মিনিটে সমতায় ফেরে আল-হিলাল তাদের দুই সার্বিয়ান তারকার কল্যাণে। আলেকজান্ডার মিত্রোভিচের পাস থেকে সিক্স ইয়ার্ড বক্সের বাইরে থেকে গোল করেন সার্জ মিলাঙ্কোভিচ-সাভিচ। ৬৩ আর ৬৯ মিনিটে মিত্রোভিচ করেন আরও দুই গোল।
৬৩ মিনিটে পর্তুগিজ তারকা রুবেন নেভেসের ক্রসে হেড করে দলকে লিড এনে দেন মিত্রোভিচ। ৬৯ মিনিটে তাকে অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান তারকা ম্যালকম। আর ৭২ মিনিটে ম্যালকম করেন চতুর্থ গোল।
শেষ পর্যন্ত অবশ্য চেষ্টা করেও আর কোনো জোরালো আক্রমণ করতে পারেনি আল-নাসর। ৪-১ গোলের তিক্ত অভিজ্ঞতা নিয়েই ফাইনালের মঞ্চ ছাড়তে হল রোনালদোর দলকে।