গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি। গুঞ্জন উঠেছে, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে ভিক্টরের। শোনা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্ষীয়ান তারকার শারীরিক পরীক্ষা করা হয় এবং তার হার্টে ব্লকেজ পাওয়া গেছে।
চিকিৎসক এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, চিন্তার কিছু নেই। তবে আপাতত কয়েকটা দিন হাসপাতালে কাটাতে হবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়। পরে জেনারেল বেডে দেওয়া হয়। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন বলেই খবর।
এর আগে দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হন ভিক্টর। হয়েছে ডেঙ্গুও। এদিকে সম্প্রতি ডব্লিউবিএফজ থেকে আজীবন সম্মাননা দেওয়ার কথা ঘোষণা করা হয়। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে দেওয়া হয়েছে য়ায়োজন।
পশ্চিমবঙ্গের শক্তিশালী অভিনেতা ভিক্টর। ‘ঘরে বাইরে’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘দেবতা’, ‘আক্রোশ’, ‘মহাপৃথিবী’র মতো একাধিক কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গণেও তার খ্যাতি রয়েছে। কাজ করেছেন রোমান পোলানস্কির মত বিশ্বখ্যাত পরিচালকের সঙ্গেও।