ঢাকা | বঙ্গাব্দ

‘দাদাগিরি’ তে কখনও যাবেন না স্বস্তিকা

স্বস্তিকা লিখেছেন, ‘কোনোদিন দাদাগিরিতে যাইনি। যাওয়া হয়নি। আর কোনোদিন যাবও না। দুর্ঘটনাবশত যাব না, সেটা নয়। নিজের ইচ্ছাতেই যাব না।’
  • | ১৮ আগস্ট, ২০২৪
‘দাদাগিরি’ তে কখনও যাবেন না স্বস্তিকা স্বস্তিকা মুখোপাধ্যায়

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এই চরম অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে সকল শ্রেণীর মানুষ। বিভিন্ন অঙ্গনের তারকারাও আছেন সেই দলে। ব্যতিক্রম শুধু সৌরভ গাঙ্গুলি। প্রতিবাদ করেননি। উল্টো বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন। এদিকে এ আন্দোলনে শুরু থেকে সরব স্বস্তিকা মুখোপাধ্যায়। সৌরভের থেকে এমন অপ্রত্যাশিত মন্তব্য শুনে রীতিমতো চটেছেন তিনি। ক্ষোভ ঝেড়ে ভারতের এই ক্রিকেট কিংবদন্তির অনুষ্ঠান দাদাগিরিতে কখনও যাবেন না বলেও সাফ জানিয়েছেন।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্বস্তিকা লিখেছেন, ‘কোনোদিন দাদাগিরিতে যাইনি। যাওয়া হয়নি। আর কোনোদিন যাবও না। দুর্ঘটনাবশত যাব না, সেটা নয়। নিজের ইচ্ছাতেই যাব না। ধর্ষণ ও খুন কোনো দুর্ঘটনা নয়। আর অবশ্যই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়।’

এরপর স্বস্তিকা লিখেছেন, ‘আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই নিরাপদে নেই। কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ — ধর্ষণ এবং খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে, তারা ইচ্ছে করে করেছে বা করে। জেনে বুঝেই করেছে বা করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না। আমাদের প্রিয় আইকন, এই হিংসার ঘটনাকে এত তুচ্ছ হিসেবে না দেখালেই পারতেন।’

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমকে সৌরভ বলেন, ‘আমার মনে হয় না একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য কোনোকিছুই নিরাপদ নয়, এটা মনে করা ঠিক নয়। পৃথিবীতে সব জায়গাতেই এমন দুর্ঘটনা ঘটে। একটা ঘটনা দেখে সবটা বিচার করা উচিত নয়। তবে কড়া পদক্ষেপ করা উচিত।’

তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় এমন মন্তব্য করে নেটিজেনদের রোষানলে পড়েন সৌরভ। এবার সেই দলে যোগ দিয়ে কলকাতাবাসীর দাদাকে এক হাত নিলেন নায়িকা।