ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মহাখালী ফ্লাইওভারের এক্সপেনশন জয়েন্ট প্রতিস্থাপন কাজ শুরু হয়েছে। এই কাজে সড়ক চলাচলে কিছু পরিবর্তন আনা হবে। আগামী এক সপ্তাহব্যাপী রাতের বেলা ফ্লাইওভারের উপর এবং নিচ দিয়ে চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিশেষ নির্দেশনা
৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর প্রতি রাত ৯টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত, জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখী যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।
১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর প্রতি রাত ৯টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত, কাকলী থেকে জাহাঙ্গীর গেইট অভিমুখী যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।
ডিএমপি জানায়, নগরবাসীকে মহাখালী ফ্লাইওভার এলাকায় চলাচলরত যানবাহন এবং যাত্রীদের সাময়িক অসুবিধা হতে পারে। কাজটি দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সকলকে নিরাপদে এবং সচেতনভাবে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে।