ঢাকা | বঙ্গাব্দ

‘ভয়ে আমেথি ছেড়ে পালিয়েছে শাহজাদা’, রাহুলকে মোদির খোঁচা

একেবারে শেষ মুহূর্তে রায়বেরেলি থেকে রাহুল গান্ধীর নাম ঘোষণা করে কংগ্রেস। শুক্রবারই তিনি মনোনয়নপত্র জমা দেন।
  • | ০৩ মে, ২০২৪
‘ভয়ে আমেথি ছেড়ে পালিয়েছে শাহজাদা’, রাহুলকে মোদির খোঁচা ভোট নিয়ে রাহুল গান্ধীকে খোঁচা

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনেও দুই আসনে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে এবার আমেথি নয়, রায়বেরেলি থেকে লড়ছেন তিনি। ওয়ানাদের পর এবার রায়বেরেলিতে রাহুলের প্রার্থী হওয়া নিয়ে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আগেই বলেছি, শাহজাদা ওয়ানাদে হারবে। হারের ভয়েই ওয়ানাদে ভোট শেষ হতেই দ্বিতীয় আসনে প্রার্থী হয়ে গেল।’

শুক্রবার (৩ মে) পশ্চিমবঙ্গের বর্ধমানে এক জনসভায় রাহুল গান্ধী খোঁচা দিয়ে মন্তব্য করেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, ‘আগেই বলেছি, (কেরালার) ওয়ানাদে পরাজয়ের ভয়ে রাজপুত্র নিজের জন্য অন্য আসন খুঁজছেন। এখন তাঁকে আমেথি থেকে পালিয়ে রায়বেরেলি আসন বেছে নিতে হয়েছে৷ এই নেতারা লোকেরা ঘুরে ঘুরে সবাইকে বলে, ডরো মৎ! ভয় পেয়ো না! তাদের ওই একই কথা বলব, ‘ডরো মৎ! ভাগো মৎ! ভয় পেও না! পালিয়ে যেও না!’

মোদি আরও বলেন, ‘কংগ্রেস এবার আরও কম আসনে জিতবে। আগেরবারের তুলনায় কম আসনে লড়ছে কংগ্রেস। স্বাভাবিকভাবেই আরও কম আসনে জিতবে। এরা নির্বাচনে জেতার জন্য লড়ছে না। এরা শুধুমাত্র দেশকে ভাগ করার উদ্দেশ্যে এই নির্বাচনকে ব্যবহার করছে।’

এদিকে, একেবারে শেষ মুহূর্তে রায়বেরেলি থেকে রাহুল গান্ধীর নাম ঘোষণা করে কংগ্রেস। শুক্রবারই তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তার মা সোনিয়া গান্ধী, বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই মিছিলে রায়বেরেলি বিরাট জমায়েত দেখতে পাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরাও।

চলমান লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে কংগ্রেস এককভাবে লড়ছে ১৭টি আসনে। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দল ও কংগ্রেসের জোটসঙ্গী সমাজবাদী পার্টি বাকি ৬৩ আসনে লড়ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস