মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার আগে থেকেই বিভিন্ন জরিপে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে আসছেন কমলা হ্যারিস। এবার আরও একটি জরিপে ট্রাম্পকে পেছনে ফেললেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সর্বশেষ জরিপটি পরিচালনা করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং জরিপ পরিচালনাকারী সংস্থা ইপসস।
রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস অন্তত ৪ পয়েন্ট এগিয়ে আছেন। কমলা পেয়েছেন জরিপে অংশগ্রহণকারীদের ৪৯ শতাংশের সমর্থন এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৫ শতাংশ সমর্থন। এর আগে, একাধিক জরিপে ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের চেয়ে মাত্র ১ বা ২ পয়েন্ট পিছিয়ে ছিলেন। এই প্রথম কমলা ও ট্রাম্পের মধ্যে ব্যবধান কিছুটা স্পষ্ট হয়ে উঠল।
জুলাইয়ের শেষ দিকে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসস পরিচালিত আরেক জরিপে দেখা গেছে, কমলার প্রতি ৪৪ শতাংশ এবং ট্রাম্পের প্রতি ৪২ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন।