ঢাকা | বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার

ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।’
  • | ১৯ আগস্ট, ২০২৪
সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার ডা. দীপু মনি

আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।’

এর আগে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকেই আত্মগোপনে চলে যান ডা. দীপু মনিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অবশেষে আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ডিবি।


এর আগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।


পরে তাদেরকে আদালতের হাজির করা হলে, আদালত গ্রেপ্তারদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।