রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কে হামলার পর কিয়েভের সঙ্গে আর কোনো আলোচনা হতে পারে না বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব স্পষ্টভাবে বলেছেন যে কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশের পর হামলা করেছে ইউক্রেনের সেনারা, এ অবস্থায় আলোচনা অসম্ভব। রুশ একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। খবর তাসের।
কিয়েভের সঙ্গে কাতার এবং তুরস্কের মধ্যস্থতামূলক আলোচনার কথা প্রত্যাখ্যান করে সের্গেই ল্যাভরভ বলেছেন, এটা নিছক গুজব। কাতারের মধ্যস্থতায় রুশ এবং ইউক্রেনীয় জ্বালানি সুবিধার বিষয়ে কিছু গোপন যোগাযোগের খবর ছড়িয়ে পড়েছে, যা একেবারেই গুজব। তুরস্ক কেবল ইউক্রেনের খাদ্যশস্য রফতানির ক্ষেত্রে মধ্যস্থতা করতে চেষ্টা করছে বলেন জানান রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়ার শীর্ষ কূটনীতিকের মতে, সুইজারল্যান্ডে ইউক্রেনের ওপর সম্মেলনে পুরো প্রক্রিয়াটি রাশিয়ার পক্ষে অগ্রহণযোগ্য। কারণ এটি জেলেনস্কির ফর্মুলা প্রচারের বিষয়ে একটি আল্টিমেটাম। ল্যাভরভ বলেন, এ বিষয়ে তিনটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। তাদের বৈঠকের প্রস্তুতি চলছে এবং রাশিয়াকে সেখানে আমন্ত্রণ জানানো হবে বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা সত্য নয়।