ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র যে সংশোধিত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা মেনে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের পর এ কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। খবর আরব নিউজ ও টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলকে রাজি করানোর পরই মার্কিন এ শীর্ষ কূটনীতিক ছুটেছেন মিশরের দিকে। মঙ্গলবার তিনি ইসরায়েলের তেলআবিব থেকে মিশরের এল-আলামিন শহরে গিয়ে পৌঁছান। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত শহরটি ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহণ করে। সেখানে তিনি মধ্যপ্রচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল-সিসির সঙ্গে বৈঠক করবেন।
মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষ করে ব্লিঙ্কেন কাতারে। সেখানে তিনি যুদ্ধবিরতির ৩ মধ্যস্থতাকারী দেশের হামাসকে রাজি করানোর বিষয়ে কথা বলবেন। ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামাসের ভয়াবহ হামলার ঘটনার পর এ নিয়ে ৯ বার মধ্যপ্রাচ্য সফরে আসলেন ব্লিঙ্কেন।
১০ মাস ধরে চলা এ যুদ্ধ থামাতে এবার প্রচেষ্টা চালাচ্ছে- মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। তবে নতুন এই প্রস্তাবে ইসরায়েল বাজি থাকলেও হামাস এখনো তাদের প্রতিক্রিয়া জানায়নি। তবে হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের গণহত্যা অব্যাহত রাখার জন্য আলোচনার নামে সময় নিচ্ছে। তারা ইসরায়েলকে ব্যাপক সুবিধা দেওয়া কোনো চুক্তি মেনে নেবে না।