ঢাকা | বঙ্গাব্দ

অন্ধ্র প্রদেশে ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত ১৭

আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। কর্মকর্তাদের ধারণা, বৈদ্যুতিক কোনো ত্রুটির কারণে সৃষ্ট আগুন থেকে বিস্ফোরণটি ঘটেছে।
  • | ২২ আগস্ট, ২০২৪
অন্ধ্র প্রদেশে ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত ১৭ ঘটনার সময় খাবারের বিরতি থাকায় অনেকেই প্রাণে বেঁচে গেছেন

ভারতের অন্ধ্র প্রদেশে একটি ওষুধ কোম্পানির কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন। রাজ্যটির অনকাপল্লী জেলার অচুতাপুরম স্পেশাল ইকনোমিক জোনের (এসইজেড) ইশেনশিয়া অ্যাডভান্স সায়েন্স প্রাইভেট লিমিটেড ওষুধ কোম্পানির কারখানায় মধ্যাহ্ন বিরতির সময় এ বিস্ফোরণ ঘটে। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

বুধবার দুপুর প্রায় সোয়া ২টার দিকে দুর্ঘটনাজনিত বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থল থেকে আসা ভিডিওগুলোতে বিস্ফোরণের পর ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢাকা পড়তে দেখা গেছে। বিস্ফোরণের তীব্র শব্দে ওই এলাকার গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।কারখানাটিতে দিনের দুই পর্বে প্রায় ৩৮০ জন কর্মী কাজ করেন। ঘটনার সময় খাবারের বিরতি থাকায় অনেকেই প্রাণে বেঁচে গেছেন। না হলে প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতো।

আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। কর্মকর্তাদের ধারণা, বৈদ্যুতিক কোনো ত্রুটির কারণে সৃষ্ট আগুন থেকে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে দমকল বাহিনীর ছয়টি অগ্নিনির্বাপন ইউনিট মোতায়েন করা হয় আর লোকজনকে উদ্ধার করতে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীকে ডেকে পাঠানো হয়। অনকাপল্লীর ডিসি জানিয়েছেন, বিস্ফোরণের পর কারখানাটির ভেতরে ১৩ জন কর্মী আটকা পড়েন, তাদের উদ্ধার করা হয়েছে।