ঢাকা | বঙ্গাব্দ

বন্যা মোকাবিলায় পাশে থাকতে চান পাকিস্তান প্রধানমন্ত্রী

শেহবাজ শরিফ তার দুপুরে এক্স অ্যাকাউন্টে বলেছেন, কঠিন এ পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে।
  • | ২৩ আগস্ট, ২০২৪
বন্যা মোকাবিলায় পাশে থাকতে চান পাকিস্তান প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

বাংলাদেশের চলমান বন্যা মোকাবিলায় পাশে থাকতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে এক্স অ্যাকাউন্টে এ ইচ্ছার কথা জানান তিনি। শেহবাজ শরিফ তার পোস্ট বলেছেন, কঠিন এ পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে।

তিনি আরও লেখেন, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই শোকবিহ্বল মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান। বিশ্বাস করি, বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যবসায় ও দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে।