ঢাকা | বঙ্গাব্দ

ত্রিপুরায় বন্যায় নিহত বেড়ে ২০

কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সবমিলিয়ে প্রায় ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের নদীগুলোর পানি বইছে বিপৎসীমার ওপর দিয়ে।
  • | ২৩ আগস্ট, ২০২৪
ত্রিপুরায় বন্যায় নিহত বেড়ে ২০ সবমিলিয়ে প্রায় ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

কয়েক দিনের টানা বর্ষণে ভারতের ত্রিপুরায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ভূমিধস ও পানিতে ডুবে রাজ্যটিতে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৩ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সবমিলিয়ে প্রায় ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের নদীগুলোর পানি বইছে বিপৎসীমার ওপর দিয়ে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোনে ত্রিপুরার পরিস্থিতি নিয়ে জানানোর পাশাপাশি মোকাবিলায় আরও বেশি সংখ্যায় এনডিআরএফ কর্মীদের মোতায়েন করার আবেদন জানিয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারী বৃষ্টিতে ত্রিপুরার একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং খোয়াই জেলা। বিরামহীন উদ্ধারকার্য চালাচ্ছে উদ্ধারকারী দল। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে দুই পরিবারের সাতজনসহ এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। রাতভর বৃষ্টিতে ডুবে গেছে অনেক ঘরবাড়ি। আটকা পড়ে আছে বহু মানুষ।

রাজ্যের আটটি জেলায় ৬৫ হাজার ৫০০ মানুষ ৪৫০টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। ৩০ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা আর কখনো আসেনি। ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগরতলায় বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ত্রিপুরার আটটি জেলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার বগাফায় ৪৯৩ দশমিক ৬ মিলিমিটার। আবহাওয়া অধিদফতরের একজন কর্মকর্তা বলেছেন, ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সতর্কতা অব্যাহত রাখা হয়েছে। আটটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।