স্থল যুদ্ধে এগিয়ে থাকার জন্য ইউক্রেনকে সরবরাহ করা যুক্তরাষ্ট্রের আব্রামস এম-ওয়ান ট্যাঙ্কের দুই-তৃতীয়াংশ ছয় মাসের মধ্যেই রুশ হামলায় ধ্বংস হয়ে গেছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এ তথ্য দিয়েছে। ম্যাগাজিনটি সম্প্রতি একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যায়- ওয়াশিংটন কিয়েভকে ৩১টি ট্যাঙ্ক দিয়েছে যার মধ্যে ২০টি এরইমধ্যে রাশিয়ার সেনারা ধ্বংস করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা ভিডিওগুলোতে দেখা যায়- রাশিয়ার কুরস্ক অঞ্চলে সর্বশেষ আব্রামস এম-ওয়ান ট্যাঙ্ক উড়িয়ে দেয়া হচ্ছে। গুণগত মান নিয়ে প্রশ্নে থাকা আব্রামস এম-ওয়ান ট্যাঙ্কের সুরক্ষা বাড়ানোর পদক্ষেপ নেয় ইউক্রেন। তারপরেও রুশ সেনাদের ছোঁড়া অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলকে প্রতিরোধ করতে পারেনি আব্রামস এম-ওয়ান।
এর আগের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সেনারা আব্রামস এম-ওয়ান ট্যাঙ্ক পরিচালনার সময় প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে এবং সে বিষয়ে তারা অভিযোগও করে। তারপরেও আব্রামসের দুর্বলতা কাটাতে পারেনি।