ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় বানের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লার তিতাসে মাদ্রাসা থেকে ফেরার পথে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
  • | ২৫ আগস্ট, ২০২৪
কুমিল্লায় বানের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর সংগৃহীত

কুমিল্লার তিতাসে মাদ্রাসা থেকে ফেরার পথে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বাগাইরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—ওই গ্রামের প্রবাসী মনির হোসেনের মেয়ে আয়েশা আক্তার (১০) ও একই এলাকার মোক্তার হোসেনের মেয়ে সামিয়া আক্তার (৯)। তারা দুই চাচাতো বোন নয়াকান্দি ইসহাকিয়া সহিনিয়া দারুল কোরআর মাদ্রাসার ছাত্রী ছিল।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানান, বরাবরের মতো রোববার সকালে রাস্তা দিয়ে হাঁটুপানি ভেঙে মাদ্রাসায় যায় দুজন। মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়িতে ফেরার পথে রাস্তার ওপর কোমর সমান পানির প্রবল স্রোত ছিল।

এ সময় চারজন শিক্ষার্থী পানি ভেঙে বাড়িতে ফিরছিল। গ্রামের কাছাকাছি এলে পানির প্রবল স্রোতে শিক্ষার্থী আয়েশা ও সামিয়া পানির নিচে তলিয় যায়। অন্য দুই শিক্ষার্থী এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। পরে বাড়ির আশপাশের লোকজন এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায়।

এলাকাবাসী এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সামিয়া ও আয়েশাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।