ঢাকা | বঙ্গাব্দ

ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক

রাওয়ালপিন্ডি টেস্টে ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিকুর রহিম।
  • | ২৫ আগস্ট, ২০২৪
ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক মুশফিকুর রহিম।

ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের অন্তত ১২টি জেলা। তার মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত। এই দুর্যোগপূর্ণ অবস্থায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিসিবি। বাদ যাননি ক্রিকেটাররাও। রাওয়ালপিন্ডি টেস্টে ম্যাচসেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন মুশফিকুর রহিম।

আজ রোববার (২৫ আগস্ট) ম্যাচ জয়ের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে মুশফিক বলেন, ‘দলের সব খেলোয়াড়ের অনুরোধে আমি এই পুরস্কারের অর্থ বন্যার্তদের দিতে চাই। আপনি জানেন, আমাদের দেশ ভয়াবহ বন্যার কবলে। পাশাপাশি এমন দুর্যোগে সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

এছাড়াও নিজের পারফরম্যান্স নিয়ে মুশফিক বলেন, ‘এটা আমার অন্যতম সেরা পারফরম্যান্স। আমরা বিদেশের মাটিতে খুব একটা ভালো খেলি না। দল হিসেবে খেলাটাই আমাদের লক্ষ্য। কীভাবে আমরা ব্যাটিং, বোলিংয়ে আরও উন্নতি করতে পারি, সেটা নিয়েই সবাই কাজ করছি। আমি দলের সব খেলোয়াড়ের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যদের ধন্যবাদ জানাই।’

ইতিহাসের সাক্ষী হয়ে থাকল পাকিস্তানের রাওয়ালপিন্ডি। পাঞ্জাব প্রদেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের ইতিহাস তৈরি করলো বাংলাদেশ। শুধু জয় বললে ভুল হবে। এই ম্যাচে তাদেরই মাটিতে পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে সফরকারীরা। জয়ের জন্য মাত্র ৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের বিশাল জয়টি পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম।