ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে আরও তিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সেই সঙ্গে তাদের ছবিও প্রকাশ করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একদিন আগে গাজায় দুটি পৃথক ঘটনায় তাদের তিন সেনা নিহত হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, গাজার জেইতুন শহরের আশপাশে একটি ভবনের বাইরের অংশে লাগানো বিস্ফোরক ডিভাইসের আঘাতে তাদের দুই সেনা নিহত হয়। অপরজন নেটজারিম করিডোরে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে নিহত হন।
ইসরায়েলি সেনাবাহিনীর মতে, গত বছরের অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত তাদের মোট ৩৩৮ জন সেনা নিহত হয়েছে। তবে হামাস বলছে, এ সংখ্যা অনেক বেশি। কারণ ইসরায়েলি মন্ত্রিসভার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বিষয়ে ক্রমবর্ধমান জন-অসন্তোষ এবং গাজায় এখনও জিম্মি করে রাখা কয়েক ডজন ইহুদিকে মুক্ত করতে ব্যর্থতার কারণে ইসরায়েলি সরকার তাদের সামরিক হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করে যাচ্ছে।
জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার দাবিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে কয়েক মাস ধরে ইসরায়েলে বিক্ষোভ চলছে। নেতানিয়াহু অবশ্য যুদ্ধেই অনড়। সমালোচকরা বলছেন, তিনি দুর্নীতির অভিযোগের মধ্যে নিজের রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করছেন।
২০১৯ সালে দায়ের করা মামলায় দুর্নীতি, জালিয়াতি, ঘুষ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহু এখন বিচারের মুখোমুখি। ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।