ঢাকা | বঙ্গাব্দ

ইসকনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রিট: ইনকিলাব মঞ্চ

উসমান হাদি বলেন, ‘ইসকনের বিরুদ্ধে কথা বলা মানে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলার ন্যারেটিভ তৈরি করছে ইসকন।’
  • | ০৪ নভেম্বর, ২০২৪
ইসকনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রিট: ইনকিলাব মঞ্চ ইসকন

আমেরিকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে— ইসকন এমনটা দেখাতে চায় বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি। তিনি বলেন,  ‘ইসকনের কার্যক্রম নিয়ে সরকার আইনি ব্যবস্থা না নিলে ইনকিলাব মঞ্চ আদালতে রিট করবে।’ 


সোমবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর টিএসসিতে ইসকনের রাষ্ট্রবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 


উসমান হাদি বলেন, ‘ইসকনের বিরুদ্ধে কথা বলা মানে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলার ন্যারেটিভ তৈরি করছে ইসকন। একটা সাম্প্রদায়িক সংঘাত তৈরির সব কৌশল ইসকনের কার্যক্রমে ফুটে উঠে। তারা কী করে পরিচালনা হচ্ছে, কাদের মদদে হচ্ছে- বিষয়টি খতিয়ে দেখতে হবে।’ 


তিনি আরও বলেন, ‘তাদের রাজনৈতিক বৈধতা রয়েছে কিনা, অর্থ যোগান কোথা থেকে আসে- এগুলো তদন্ত করতে হবে। রাষ্ট্র যদি পদক্ষেপ না নেয় তাহলে আইনি লড়াইয়ে যাবে ইনকিলাব মঞ্চ। রাজ পথেও সংগ্রাম করার ঘোষণাও দেয় সংগঠনটি।’