ভারতের পশ্চিমবঙ্গে মঙ্গলবার (২৭ আগস্ট) আবারো ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ রাজ্য সচিবালয় নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছে।আন্দোলনকারীদের আটকাতে শহরের বিভিন্ন প্রান্তে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামিয়েছে পুলিশ। কলেজ স্ট্রিট এবং এজেসি বোস রোডে ইতিমধ্যেই কন্টেনার নামানো হয়েছে। কন্টেনারের সামনে রাখা হয়েছে ক্রেনটিকেও।
নবান্ন ঘেরাও কর্মসূচিকে সমর্থন করার কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু জানান, তিনি প্রথমে বিধানসভায় যাবেন। সেখান থেকে হাওড়ায় যাবেন। একই সঙ্গে তিনি জানান, ছাত্র আন্দোলনে রাস্তায় থাকবেন। পুলিশ বাধা দিলে অবরোধও করবেন। বিক্ষোভ-আন্দোলনে গ্রেফতার হওয়া ছাত্রদের সব রকম আইনি সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন শুভেন্দু।
পুলিশ ছাত্রদের বলছে- শান্তিপূর্ণ ভাবে মিছিল করুন। কেউ বাধা দেবে না। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। শহরের বিভিন্ন প্রান্তে মাইকে এভাবেই প্রচার চালাচ্ছে পুলিশ। নবান্ন ঘেরাও কর্মসূচি রুখতে সতর্ক পুলিশ। আন্দোলনকারীরা যাতে গার্ডরেল কিংবা ব্যারিকেড ধরে ঝাঁকাতে না পারেন, তা নিশ্চিত করতে সেগুলির উপরে দেওয়া হচ্ছে গ্রিজ এবং মোবিলের পরত। এইভাবে আন্দোলনকারীদের আটকানোর পরিকল্পনা অভিনব বলেই মনে করছেন অনেকে।
আন্দোলনের মুখে মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় নবান্নে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযানের আগে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা দেখতে সাঁতরাগাছিতে গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রাজীব কুমারের সঙ্গে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও। সাঁতরাগাছিতে ইতিমধ্যেই ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয়েছে। সরকারি গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সড়কপথে গন্তব্যে পৌঁছতে না পেরে অনেক যাত্রীই মেট্রো ধরে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোয় অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি ভিড় রয়েছে মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে অতিরিক্ত ভিড়ের কারণে এসপ্ল্যানেডমুখী বহু মেট্রোর স্বয়ংক্রিয় দরজা বন্ধ করা সম্ভব হচ্ছে না। ফলে মেট্রো ছাড়তেও বিলম্ব হচ্ছে। এই পরিস্থিতিতে মেট্রো কর্তৃপক্ষের তরফে যাত্রীদের দরজা ছেড়ে ভিতরে ঢোকার অনুরোধ করা হচ্ছে। টিকিট কাউন্টারগুলিতেও লম্বা লাইন। মেট্রোর কর্মীরা ভিড় সামলাতে কার্যত নাকানিচোবানি খাচ্ছেন। বহু লোক ঝামেলা এড়ানোর জন্য মেট্রো ধরছেন।
নবান্ন অভিযানে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে রাজ্যের শাসকদল। সোমবার দু’টি ‘গোপন’ ভিডিও প্রকাশ করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, নবান্ন অভিযানে গুলি চালানো হতে পারে। এমনকি, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নবান্ন অভিযানে হত্যাও করা হতে পারে বলে অভিযোগ করেন কুণালেরা।