ঢাকা | বঙ্গাব্দ

ভারত শিরোপার অন্যতম দাবিদার

নিজের দেশ শ্রীলঙ্কা নয়, বরং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেই শিরোপার অন্যতম দাবিদার মানছেন কুমার সাঙ্গাকারা।
  • | ০৪ মে, ২০২৪
ভারত শিরোপার অন্যতম দাবিদার কুমার সাঙ্গাকারা

নিজের দেশ শ্রীলঙ্কা নয়, বরং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেই শিরোপার অন্যতম দাবিদার মানছেন কুমার সাঙ্গাকারা।


লিজেন্ডারি এই উইকেটকিপার ব্যাটার বলছেন, বিশ্বকাপের যে দল তারা সাজিয়েছে তাতে একই সাথে হতে পারে কয়েকটা কম্বিনেশন। প্রতিপক্ষ আর কন্ডিশন বিবেচনায় কোচ ক্যাপ্টেনের হাতে থাকছে সব বিকল্প, যেটা তাদের বিশ্বকাপের লড়াইয়ে অন্যান্য দলের চেয়ে এগিয়ে রাখতে পারে।


এবারের বিশ্বকাপ জিতবে কে? প্রশ্নের উত্তরে যে কেউ নিজের দেশকেই এগিয়ে রাখতে চাইবে। তবে লিজেন্ডারি উইকেটকিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা হাঁটলেন ভিন্ন পথে। নিজের দেশ শ্রীলঙ্কা নয়, টপ চার্টে রাখলেন ভারতকে। অবশ্য আইপিএল ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট তার পেছনে যুক্তি দিয়েছেন যথেষ্ট। 


প্রথম কারণ, টিম ইন্ডিয়ার দুর্দান্ত টিম কম্বিনেশন। কেবল একটা নয়, চাইলেই মেন ইন ব্লুরা দুই থেকে তিন ধরনের দল সাজাতে পারবে এবারের বিশ্বকাপে। ডিপ ব্যাটিং লাইনের সাথে আছে শক্তিশালী স্পিন অ্যাটাক, আর জাসপ্রিত বুমরাহর নেতৃত্বে ওয়ার্ল্ড ক্লাস পেস ব্যাটারি তো আছেই। 


ভারতের দ্বিতীয় শক্তির জায়গা তাদের অভিজ্ঞতা। পরীক্ষিত ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে ভারত এবারে বড় কিছু আশা করতেই পারে। সেই সাথে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার ভিরাট কোহলি, হার্ডহিটার সুরিয়াকুমার ইয়াদভ, পেস অলরাউন্ডার শিভাম দুবের ওপর সর্বোচ্চ প্রত্যাশা তো করাই যায়।


অজিত আগারকারের নির্বাচক প্যানেলের সিদ্ধান্তে এবারের ইন্ডিয়ান ওয়ার্ল্ডকাপ টিমে প্রাধান্য দেয়া হয়েছে অভিজ্ঞতাকে। রোহিত-কোহলির সাথে সেকারণেই দলে জায়গা কোরে নিয়েছেন আইপিএলের সুপার ফ্লপ হার্দিক পান্ডিয়া। আছেন দীর্ঘ ইনজুরি থেকে ফেরা রিশাব পান্ট। কিন্তু মারকাটারি ব্যাটার রিঙ্কু সিংয়ের জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে।


সাঙ্গাকারা বলছেন, এমনিতেই ভারত যেকোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আপারহ্যান্ডেই থাকে, তার ওপর তাদের এবারের টিম কম্বিনেশনটা চ্যাম্পিয়ন দলের মতোই। তবে এই দলের দুর্বলতা যে একেবারের নেই তাও নয়।


তবে ফরম্যাটটা যেহেতু টি-টোয়েন্টি তাই আগে থেকেই নিশ্চিত করে বলার সুযোগ নেই। যদিও ভারতের এবারের স্কোয়াড ওদের আশার বাণী শোনাচ্ছে। এবার কি তবে মেন ইন ব্লুদের আইসিসি শিরোপা খরা কাটবে?