এক মাসে দাম সমন্বয় ১২ বার। স্বর্ণের বাজারে অস্থিরতা কাটছেই না। অবস্থা এমনি যে কাল সকালে দাম বাড়ে তো আজ বিকেলে কমছে।
দেশের ইতিহাসে এবার এপ্রিলেই স্বর্ণের দাম সমন্বয় হয়েছে সব চেয়ে বেশি। ৮ বার কমানো হয়েছে আর বেড়েছে ৪ বার। জুয়েলার্স সমিতি বলছে আগের সনাতনী পদ্ধতির পরিবর্তে বর্তমান কমিটি স্বর্ণের দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারকে অনুসরণ করছে, তাই দামও উঠানামা করেছে ঘনঘন।
গহনা নারীর অহংকার। আর স্বর্ণ ও নারীর সৌন্দর্য যেনো একে অপরের পুরিপূরক। দামী এই ধাতুটির দামে দ্রুত উঠানামার প্রভাব পড়েছে এর ক্রয়-বিক্রয়েও।
এবার এপ্রিলেই ১২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর মাঝে গেলো ৩০ এপ্রিল ২২ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৯ হাজার ৫ শ ২০ টাকায়, এবং ভরি ১ লাখ ১১ হাজার।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির দাবি দেশে বছরে স্বর্ণের চাহিদা প্রায় ২০০ টন, এর মাত্র ২৫ শতাংশের যোগান বিদেশ থেকে আসে বৈধ পথে, বাকিটার যোগান আসে দেশের পুরতন স্বর্ণ থেকেই। তবুও আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে গেলো মাসে দাম ৮ বারই কমাতে হয়েছে।
জুয়েলার্স সমিতির দাবি করছে সম্প্রতি কয়েকবার বাড়া কমার পর আন্তর্জাতিক বাজারর সাথে দেশের বাজারে স্বর্ণের দামে তেমন পার্থক্য নেই।