ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার।
  • | ৩১ আগস্ট, ২০২৪
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ফাইল ছবি

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার।  শনিবার (৩১ আগস্ট) সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঠিক করা হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


নতুন এ দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।