জার্মানিতে হওয়া উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচটি দিয়ে ইউরোতে শেষ আসর খেলে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রশ্ন জেগেছিল কিংবদন্তিকে আর দেখা যাবে কিনা জাতীয় দল জার্সিতে। ৩৯ বছর বয়সী মহাতারকাকে রেখেই উয়েফা নেশনস লিগের দল দিয়েছে পর্তুগাল।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইউরোপীয় মহাদেশের প্রতিযোগিতাটি। আসর সামনে রেখে শুক্রবার (৩০ আগস্ট) ২৫ সদস্যের দল দিয়েছে পর্তুগাল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে কোচ রবের্তো মার্টিনেজের দল। তিনদিন পর ৮ সেপ্টেম্বর রোনালদোদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। দুটি ম্যাচই ঘরের মাঠে খেলবে পর্তুগাল।
নেশনস লিগের প্রথম আসরের (২০১৮-১৯) শিরোপাজয়ী পর্তুগাল দলে নতুন মুখ রয়েছে তিনটি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পোর্টিং লিসবনের উইঙ্গার জিওভানি কুয়েন্দা, চেলসির লেফট ব্যাক রেনাতো ভেইগা ও লিলের রাইট ব্যাক তিয়াগো সান্তোস।
পর্তুগালের নেশনস লিগের দল
গোলকিপার: ডিয়েগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।
ডিফেন্ডার: রুবেন ডিয়াস, অ্যান্টোনিও সিলভা, রেনাতো ভেইগা, গঞ্জালো ইনাসিও, তিয়াগো সান্তোস, ডিয়েগো ডালোট, নুনো মেন্ডেস, নেলসন সেমোদো।
মিডফিল্ডার: জোয়াও পালিনহা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফের্নান্দেস, রুবেন নেভেস।
ফরোয়ার্ড: বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ট্রিনসাও, পেদ্রো গনকালভেস, রাফায়েল লিয়াও, জিওভানি কুয়েন্দা, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো, ডিয়েগো জোতা।