ঢাকা | বঙ্গাব্দ

হালান্ডের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে শীর্ষে ম্যানসিটি

হালান্ডের হ্যাটট্রিকে ভর করে স্বাগতিক ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
  • | ০১ সেপ্টেম্বর, ২০২৪
হালান্ডের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে শীর্ষে ম্যানসিটি টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড।

আর্লিং হালান্ডকে আদৌ রক্ত মাংসের মানুষ বলা চলে! যন্ত্রের মতো যে গোলের পর গোল করে চলে তাকে গোলমেশিন বলাই ভালো। ম্যানচেস্টার সিটির হয়ে গত দুই মৌসুমের গোলের ধারা ধরে রেখেছেন এই নরওয়েজিয়ান। ইংলিশ প্রিমিয়ার লিগে এই সপ্তাহের দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন হালান্ড। তার হ্যাটট্রিকেই ওয়েস্ট হ্যামকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে ম্যানচেস্টার সিটি।


শনিবার (৩১ আগস্ট) লন্ডন স্টেডিয়ামে আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে ভর করে স্বাগতিক ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পেপ গার্দিওলার দল।


চলতি মৌসুমে এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করলেন হালান্ড। ওয়েস্ট হ্যামের একমাত্র গোলটি সিটির রুবেন দিয়াসের আত্মঘাতী।


১৯৯৪ সালের পর এই প্রথম প্রিমিয়ার লিগের কোনো খেলোয়াড় মৌসুমে দলের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতেই হ্যাটট্রিক করলেন। এর আগের রেকর্ডটি ছিল ব্রাডফোর্ডের পল জুয়েলের।


লিগে এখন পর্যন্ত তিন ম্যাচেই গোল করেছেন হালান্ড। প্রথম ম্যাচে চেলসির বিপক্ষে একটি গোল করেন তিনি। এরপর গত ম্যাচে ইপসউইচ টাউন ও আজ ওয়েস্ট হ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করলেন তিনি। লিগে তিন ম্যাচ খেলেই ৭ গোল করে ফেলেছেন হালান্ড। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে ৬৯ ম্যাচে ৭০ গোল করেছেন তিনি।


আজ ম্যাচের দশম মিনিটেই গোলের খাতা খোলেন হালান্ড। কিন্তু এর ৯ মিনিট পরেই রুবেন দিয়াসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে হ্যামাররা। ৩০ মিনিটে আরেক গোল করেন হালান্ড। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।


ম্যাচের ৮০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই নরওয়েজীয়।


ওয়েস্ট হ্যামের বিপক্ষে এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ম্যানসিটি। ৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে ব্রাইটন ও আর্সেনাল।