রাঙ্গামাটিতে টিসিবি পণ্য সাধারণ কার্ডধারীদের না দিয়ে দোকানে রেখে বিক্রি করা হচ্ছিলো। খবর পেয়ে দুটি দোকান থেকে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে। পরে ওই দোকান দুটিতে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দুপুরে জেলার লংগদু উপজেলার মাইনী বাজারের সুলতান স্টোর ও ইউসুফ স্টোরের গোডাউন থেকে মালামালগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে সুলতান স্টোর থেকে ১৯ বস্তা ডাল, সাত বস্তা চিনি এবং ২২ বস্তা চাল উদ্ধার করা হয়। অপরদিকে পাশের দোকান ইউসুফ স্টোর থেকে ২০ বস্তা চালসহ ওই এলাকা থেকে ৯৯ বস্তা চাল উদ্ধার করা হয়।
ইউএনও সাইফুল ইসলাম জানান, মাইনী বাজার লঞ্চ ঘাটে নৌকায় করে টিসিবি পণ্যগুলো ওই দুই দোকানে আনা হয়। ওই পণ্যগুলো সাধারণ কার্ডধারীদের না দিয়ে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়। পরে তার গোয়েন্দা সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, টিসিবি পণ্য এই মুহূর্তে বাজারে ওঠার কথা নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিষয়ে জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে।