ঢাকা | বঙ্গাব্দ

ফিলিস্তিনি হামলায় ইসরায়েলি কমান্ডার নিহত

এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, ২০ বছর বয়সী এলকানা নাভন নামে ওই কমান্ডার শনিবার সকালে জেনিন শহরে সংঘাতের মধ্যে পড়ে যায়।
  • | ০২ সেপ্টেম্বর, ২০২৪
ফিলিস্তিনি হামলায় ইসরায়েলি কমান্ডার নিহত ইসরায়েলি সেনা

গাজার পর এবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীর জুড়ে ভয়াবহ হামলা চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। সর্বশক্তি দিয়েলড়ে যাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারাও। শনিবার (৩১ আগস্ট) ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় এক দখলদার সামরিক কমান্ডার নিহত হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, ২০ বছর বয়সী এলকানা নাভন নামে ওই কমান্ডার শনিবার সকালে জেনিন শহরে সংঘাতের মধ্যে পড়ে যায়। নিহত সেনাকে স্কোয়াড কমান্ডার হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল। এই সংঘর্ষের সময় আরেক সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে।

জেনিন শহরের শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইহুদিবাদী সেনারা হামলা শুরু করলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। শনিবার টানা চতুর্থ দিন দখলদার সেনাদের সঙ্গে পশ্চিমতীরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ হয়। এ সময় ইসরায়েলি বাহিনী পশ্চিমতীরের বিভিন্ন আবাসিক এলাকা, বিশেষ করে এর উত্তর অংশে প্রচণ্ড বিমান এবং স্থল হামলা চালিয়েছে।

এদিকে, জেনিন শহর পরিদর্শন করেন ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি। তিনি বলেন, সেনারা শহর থেকে শহরে, শরণার্থী শিবিরে চমৎকার বুদ্ধিমত্তার সঙ্গে খুব ভালোভাবে ও সক্ষমতার সঙ্গে শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে।

পশ্চিমতীরে কয়েকদিনের সংঘাতে অন্তত ২২ ফিলিস্তিনিকে নিহত হয়েছে। তবে হামাস ও জিহাদ আন্দোলন বলেছে, ইসরায়েলিদের এই আগ্রাসন পুরো ফিলিস্তিনি জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং দখলদারদের বিরুদ্ধে তাদের লড়াইকে জোরদার করবে।