গাজীপুরের কাজীবাড়ি এলাকায় তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের তিন ঘণ্টা পর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল। দুর্ঘটনার ২৮ ঘন্টা পর আজ শনিবার দুপুরে ২টা থেকে দুটি লাইন বন্ধ করে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
রেলওয়ে উদ্ধারকর্মী রবিউল হোসেন বলেন, শুক্রবার বিকেল থেকে সকল উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে কাজ করছেন। তেলবাহী ট্রেনের বগিগুলো তেলভর্তি থাকায় একটু সময় লাগছে। দুপুর দুইটা থেকে ৪টা পর্যন্ত ২ ঘন্টা উত্তরভঙ্গের ট্রেন চলাচল বন্ধ করে দ্রুত কাজ করার হচ্ছে বলেন জানান তিনি।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।