ঢাকা | বঙ্গাব্দ

দলত্যাগী সংসদ সদস্যদের পেনশন বন্ধ

নতুন আইনে বলা হয়েছে, দলত্যাগ বিরোধী আইনের অধীনে কোনো বিধায়ক অযোগ্য হলে তিনি পেনশন পাওয়ার অধিকারী হবেন না।
  • | ০৫ সেপ্টেম্বর, ২০২৪
দলত্যাগী সংসদ সদস্যদের পেনশন বন্ধ সুখবিন্দর সিং সুখু

দলত্যাগী বিধায়কদের আর্থিক সুবিধা বন্ধের লক্ষ্যে একটি বিল পাস করেছে ভারতের হিমাচল প্রদেশের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশ বিধানসভা (সদস্যদের ভাতা ও পেনশন) সংশোধনী বিল-২০২৪ পেশ করলে বিধানসভায় তা পাস হয়।

নতুন আইনে বলা হয়েছে, দলত্যাগ বিরোধী আইনের অধীনে কোনো বিধায়ক অযোগ্য হলে তিনি পেনশন পাওয়ার অধিকারী হবেন না। মঙ্গলবার (৩ আগস্ট) বিধানসভায় উত্থাপিত এই বিলটি ভারতীয় সংবিধানের ১০তম তফসিলের আলোকে করা হয়েছে।

নতুন এই আইন তৈরির প্রেক্ষাপট তৈরি হয় চলতি বছরের শুরুর দিকেই। সে সময় সুধীর শর্মা, রবি ঠাকুর, রাজিন্দর রানা, ইন্দর দত্ত লখনপাল, চেতন্য শর্মা ও দেবিন্দর কুমার—কংগ্রেসের এই ছয় বিধায়ককে অযোগ্য ঘোষণা করা হয়। একটি বাজেট আলোচনার সময় পার্টির হুইপকে অস্বীকার করার জন্য তারা এ শাস্তি পান। যদিও এদের মধ্যে দুজন সুধীর শর্মা ও ইন্দর দত্ত লখনপাল পরে উপনির্বাচনের মাধ্যমে তাদের বিধানসভায় ফিরে আসেন। তবে বাকি চারজন পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হন।