ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেকে ইসরায়েলি বিমান হামলায় ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২৫
যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ছবি : সংগৃহীত।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর থেকে ইসরায়েলি বিমান হামলায় ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি এ তথ্য জানিয়েছে।


গাজায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সার্ভিসের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ইসরায়েলি বাহিনীর সবশেষ হামলায় ৩১ জন নারী ও ২৭ শিশু রয়েছে।


বুধবার যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার ঘোষণা আসার পরও এসব প্রাণহানির ঘটনা ঘটল। এই চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।


মাহমুদ বাসাল নিশ্চিত করেছেন, হতাহতের মধ্যে ৮২ জন গাজার উত্তরাঞ্চলে এবং ১৬ জন দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসে ১৪ জন এবং রাফায় দু'জন নিহত হয়েছেন। বাকি পাঁচজন গাজার কেন্দ্রীয় প্রদেশে নিহত হন।


thebgbd.com/NA