বিশ্বকাপ বাছাইপর্বে আরও একটি পারফেক্ট জয় পেয়েছে আর্জেন্টিনা। অভিজ্ঞ লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়া যে নেই তা বুঝতেই দেননি ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজরা। তাদের দাপুটে পারফরম্যান্সে ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতারে বিশ্বকাপ ও পরপর দুই কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে দুটি শট লক্ষ্যভ্রষ্ট হয় আর্জেন্টিনার।বিরতি থেকে ফিরে গোলের দেখা মেলে বিশ্বজয়ীদের। ৪৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের কল্যাণে লিড পায় তারা। জাতীয় দল জার্সিতে এটি তার তৃতীয় গোল। গোলে সহায়তা করেন আলভারেজ।
অ্যালিস্টারকে দিয়ে গোল করিয়ে আলভারেজ নিয়েও গোল করেন।নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে প্রতিপক্ষের জাল কাঁপান আলভারেজ, তাকে সহায়তা করেন লো সেলসো। শেষ মুহূর্তে আরও একটি গোল পায় আর্জেন্টিনা। ম্যাক অ্যালিস্টারের বদলি নামা দিবালা আর্জেন্টিনাকে এনে দেন তৃতীয় গোলটি, তার সহযোগী থাকেন গার্নাচো।
বড় এ জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও পোক্ত করেছে আর্জেন্টিনা। ৭ ম্যাচ শেষ আর্জেন্টিনার পয়েন্ট ১৮। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৩, দলটি ম্যাচ খেলেছে একটি কম। এদিকে, ৬ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে ছয়ে। তাদের পরের ম্যাচ আগামীকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে, প্রতিপক্ষ ইকুয়েডর।