বন্যার্তদের সহায়তায় গঠিত বিএনপির ত্রাণ তহবিলে ১২০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী দিয়েছেন ঢাকা জেলা বিএনপি সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। শুক্রবার বিকেলে দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেনের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন তিনি।
ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, এক কেজি ডাল, তেল, পেঁয়াজ এবং আলু দুই কেজি থাকছে। বিএনপির পক্ষ থেকে কয়েকদিনের মধ্যে বন্যাদুর্গত এলাকায় এ সব ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বন্যাদুর্গত এলাকায় মানুষকে সহায়তার জন্য ব্যক্তিগত উদ্যোগে তিনি ১২০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী দলের ত্রাণ তহবিলে দিয়েছি।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।