জার্মানির মিউনিখে ইসরায়েলি দূতাবাসের সামনে এক সশস্ত্র যুবককে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। নিহত হামলাকারী ১৮ বছর বয়সী অস্ট্রিয়ার নাগরিক। মিউনিখের পুলিশ জানিয়েছে, নিহত সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে বেয়নেট ও রাইফেল ছিল। খবর রয়টার্সের।
মিউনিখ পুলিশ এক্স-এর একটি পোস্টের জানিয়েছে, গুলি লাগার পর সন্দেহভাজন ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়। পাঁচজন কর্মকর্তা তার সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িত ছিলেন বলে জানিয়ছে পুলিশের মুখপাত্র আন্দ্রেয়াস ফ্রাঙ্কেন। ঘটনাটি নজরদারি করতে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়। পুলিশের ধারণা, হামলাটি পরিকল্পিত ছিল। ঘটনাস্থলের কাছে একটি গাড়ি পার্ক করা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জার্মান মিডিয়াকে বলেন, পুলিশ সন্দেহভাজনকে গুলি করার আগে তিনি বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন।