ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিব আমনা বালুচ

ইইউতে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে আমনা বালুচ মালয়েশিয়ায় পাকিস্তানের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
  • | ০৮ সেপ্টেম্বর, ২০২৪
পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিব আমনা বালুচ আমনা বালুচ

পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির ফরেন সার্ভিসের কর্মকর্তা আমনা বালুচকে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবুর্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা আমনা বালুচ আগামী ১১ সেপ্টেম্বর নতুন দায়িত্বে যোগ দেবেন। খবর জিও টিভির।

পররাষ্ট্র সচিব পদে তিনি মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজীর স্থলাভিষিক্ত হচ্ছেন। সাজ্জাদ কাজী ১০ সেপ্টেম্বর নিয়মিত চাকরি থেকে অবসরে যাচ্ছেন। তারপর তিনি পাকিস্তানের কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের (এফপিএসসি) সদস্য হিসাবে যোগ দেবেন।

ইইউতে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে আমনা বালুচ মালয়েশিয়ায় পাকিস্তানের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রিধারী বালুচ ১৯৯১ সালে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের চাকরিতে যোগ দেন। তিনি চীনের চেংডুতে পাকিস্তানের কনসাল জেনারেলসহ বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।