ঢাকা | বঙ্গাব্দ

ভারতের সাফল্যের রহস্য জানালেন দ্রাবিড়

বর্তমান সময়ে ক্রিকেটে রাজত্ব করছে ভারত। হোম সিরিজের পাশাপাশি অ্যাওয়ে সিরিজেও ধারাবাহিকভাবে দাপট দেখাচ্ছে দলটি। তবে এক যুগ আগেও তারা এতটা ধারাবাহিক ছিল না। হুট করে ভারতের এমন বদলে যাওয়ার কারণ জানালেন রাহুল দ্রাবিড়।
  • | ০৮ সেপ্টেম্বর, ২০২৪
ভারতের সাফল্যের রহস্য জানালেন দ্রাবিড় সংগৃহীত

বিশ্বক্রিকেটে ভারত এখন অন্যতম বড় পরাশক্তি। যেকোনো টুর্নামেন্টেই ফেভারিটের তালিকায় রাখা হয় এই দলটিকে। গত এক দশকে এর প্রমাণও ভালোভাবেই দিয়েছে দলটি। এই সময়ে খুব বেশি শিরোপা না জিতলেও বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে ভারতীয়রা।


বর্তমান সময়ে ক্রিকেটে রাজত্ব করছে ভারত। হোম সিরিজের পাশাপাশি অ্যাওয়ে সিরিজেও ধারাবাহিকভাবে দাপট দেখাচ্ছে দলটি। তবে এক যুগ আগেও তারা এতটা ধারাবাহিক ছিল না। হুট করে ভারতের এমন বদলে যাওয়ার কারণ জানালেন রাহুল দ্রাবিড়।


খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়ায় বদল আনায় ভারতের ক্রিকেট বদলে গেছে বলে মনে করেন দ্রাবিড়। নির্দিষ্ট এলাকা নয়, বরং গোটা দেশ থেকে খেলোয়াড় উঠে আসায় ভারতীয় ক্রিকেট শক্তিশালী হয়েছে, এমনটাই ধারণা এই ক্রিকেটারের।

 

দ্রাবিড় বলেন, ‘এখন ভারতীয় ক্রিকেটের দিকে তাকালে দেখা যাবে, এই দেশের ক্রিকেট অনেক শক্তিশালী। তার প্রধান কারণ, দেশের প্রত্যেকটা কোনা থেকে প্রতিভা উঠে আসছে। আগে শুধু বড় শহর থেকেই ক্রিকেটার উঠে আসতো। এখন সেটা হয় না। সে কারণেই ভারত ক্রিকেটে এতটা শক্তিশালী হয়ে উঠেছে। সে কারণেই আমরা বিশ্বকাপ জিততে পারছি।’


ভারতের ক্রিকেটের উন্নতির নেপথ্যে দেশটির ঘরোয়া ক্রিকেটেরও বড় ভূমিকা রয়েছে বলেও মনে করেন দ্রাবিড়, ‘শুধু আমাদের রঞ্জি ট্রফির মান দেখুন। এখন দক্ষিণ ভারতে এমন কোনো রাজ্য নেই, যাদের সহজে হারানো যায়। ভারতের বাকি অঞ্চলেও অনেক শক্তিশালী দল রয়েছে। ফলে প্রতিযোগিতার মান আরও ভাল হয়েছে। সেই কারণেই আরও ভালো ক্রিকেটার পাচ্ছি আমরা।’