২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ৭ ম্যাচ খেলে তিন জয় ও এক ড্রতে পয়েন্ট টেবিলের চারে আছে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামীকাল সকালে ব্রাজিল খেলবে প্যারাগুয়ের মাঠে। যুক্তরাষ্ট্রে হতে যাওয়ার পরবর্তী বিশ্বকাপ হবে ৪৮ দলের। তাই কনমেবল অঞ্চল থেকে সরাসরি সুযোগ পাবে টেবিলের শীর্ষ ছয় দল।
ব্রাজিল আগের সবগুলো বিশ্বকাপেই অংশ নিয়েছে। তাই ব্রাজিল আগামী বিশ্বকাপে খেলবে সেটি ধরে নেওয়া যায়। কিন্তু ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ ফাইনালে খেলবে সেটি এখনই বলা মুশকিল। তবে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়ারের দাবি তেমনই।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল। এই নিয়ে পরে কথাটা মিলিয়ে নিতে পারেন- সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ দোরিভাল এভাবেই আশ্বস্ত করতে চাইলেন ব্রাজিল ভক্তদের। পর্তুগিজ ভাষা থেকে দরিভালের কথার আক্ষরিক এই অনুবাদ হয়তো ব্রাজিল ভক্তদেরই নতুন করে আশার জোগান দেবে।
ব্রাজিল আবারও প্রতিযোগিতামূলক ফুটবল উপহার দেবে কি না এমন প্রশ্নের উত্তরে দরিভাল বলেন, ‘মনে এই নিয়ে কোনো প্রশ্ন নেই। লিখে রাখতে পারেন ২০২৬ বিশ্বকাপে আমরা ফাইনাল খেলবো, বিশ্বাস না হলে দুই বছর পর আমার কথা মিলিয়ে নেবেন।’
দরিভালের এমন ভাষ্য জানিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোও।
পরিসংখ্যান বলছে, বাছাইপর্বে বর্তমান অবস্থা ব্রাজিলের সবচেয়ে বাজে অধ্যায়। কিন্তু সন্তুষ্ট কোচ দরিভাল। 'দল হিসেবে আমরা নিজেদের সেরা খুঁজে নেয়ার চেষ্টা করে যাচ্ছি। বল রিকোভারিতে আমরা ভাল করছি। প্রতিপক্ষ দুই থেকে তিন পাস দেয়ার পরই আমরা বল ফিরে পাচ্ছি।'