ঢাকা | বঙ্গাব্দ

তৃতীয় লিঙ্গের সব প্রার্থী হারিয়েছেন জামানত

এবারের লোকসভা নির্বাচনে তৃতীয় লিঙ্গের যে কজন প্রার্থী অংশ নিয়েছিলেন তাদের সবাই হেরেছেন। তারা শুধু হারেনইনি জামানতও হারিয়েছেন।
  • | ০৫ জুন, ২০২৪
তৃতীয় লিঙ্গের সব প্রার্থী হারিয়েছেন জামানত এসব প্রার্থী তাদের অন্য প্রার্থীদের ধারেকাছেও যেতে পারেননি

ভারতে শেষ হয়েছে লোকসভার নির্বাচন। বিশ্বের সবচেয়ে বৃহৎ এ গণতান্ত্রিক দেশের নির্বাচন নিয়ে গত দেড় মাস ধরে হচ্ছে নানান আলোচনা। এরপর মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা ও ফলাফল প্রকাশ হওয়ার পর আলোচনা শুরু হয় জয়-পরাজয় নিয়ে। কে হারল? কি জিতল? এগুলোই মূল আলোচ্য বিষয়।

এরমধ্যে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবারের লোকসভা নির্বাচনে তৃতীয় লিঙ্গের যে কজন প্রার্থী অংশ নিয়েছিলেন তাদের সবাই হেরেছেন। তারা শুধু হারেনইনি জামানতও হারিয়েছেন। এসব প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এরমাধ্যমে ফুটে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গনে কতটা পিছিয়ে আছেন এই গোষ্ঠীর মানুষ। লোকসভায় এখন পর্যন্ত তৃতীয় লিঙ্গের কেউ নির্বাচিত হননি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ধনবাদে নির্বাচন করা তৃতীয় লিঙ্গের সুনাইনা কিন্নান পেয়েছেন মাত্র ৩ হাজার ৪৬২ ভোট। রাজন সিং নামের আরেকজন, যিনি দক্ষিণ দিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পেয়েছেন ৩২৫ ভোট। মধ্যপ্রদেশের দামোহ থেকে নির্বাচন করা দুর্গা মাওসি পেয়েছেন ১ হাজার ১২৪ ভোট।

এসব প্রার্থী তাদের অন্য প্রার্থীদের ধারেকাছেও যেতে পারেননি। ফলে নির্বাচনের জামানত হিসেবে তাদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয় সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া