গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের সমালোচনা করায় ফ্রান্সের তোলুঁই বিশ্ববিদ্যালয়ের (টিএসই) গণিতের অধ্যাপক বেনভা হোভকে বরখাস্ত করা হয়। একজন ছাত্র ওই অধ্যাপকের রেকর্ড করা ভয়েস প্রকাশের পর তুলুয বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। খবর ইরনার।
এই অডিও ফাইলে, অধ্যাপক বেনভা হোভ গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে পশ্চিমা সমাজের নীরবতার সমালোচনা করে বলেছেন, আমার জীবদ্দশায় এমন নৃশংস গণহত্যা স্বচক্ষে কখনো দেখিনি। পশ্চিমা দেশগুলো সবসময় নিজেদের গণতন্ত্র এবং বাকস্বাধীনতার ধ্বজাধারী বলে মনে করে এবং এরমধ্যে ফ্রান্স এই দাবির অগ্রভাগে রয়েছে।
কিন্তু সাম্প্রতিক ঘটনাবলি বিশেষ করে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে গ্রেফতার থেকে শুরু করে ফিলিস্তিনিপন্থী এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে সাময়িক বরখাস্ত করার ঘটনা ফ্রান্সের গণতন্ত্র ও বাকস্বাধীনতা রক্ষার দাবিকে সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এই অডিও ফাইলে অধ্যাপক বেনভা হোভ বলেছেন, আমার ৩৫ বছরের জীবনে কখনো এমন গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান প্রত্যক্ষ করিনি।
৭ অক্টোবর থেকে অধিকৃত ফিলিস্তিনে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়নি উল্লেখ করে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছেন, সংকট আরও বহু আগে থেকে সৃষ্টি হয়েছে এবং গাজায় এখন যে গণহত্যা চলছে তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকতে পারে না। এবার ফ্রান্সের অপরাধ বিভাগ বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে নেমেছে। কয়েক মাস আগে, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ২০ বছর অধ্যাপনা করা একজন অধ্যাপককে ফিলিস্তিনকে সমর্থন করার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।