ঢাকা | বঙ্গাব্দ

জামিন পেলেন কেজরিওয়াল

কারাগারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এনডিটিভিকে জানিয়েছে, আজ বিকেল বা সন্ধ্যার দিকে কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হতে পারে।
  • | ১৩ সেপ্টেম্বর, ২০২৪
জামিন পেলেন কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ইডির মামলায় আগেই অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার সিবিআইয়ের আবগারি দুর্নীতি মামলাতেও জামিন মিলল। দুই মামলায় জামিন পাওয়া যেকোনো সময় মুক্ত হতে পারেন তিনি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিল্লির মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্ট জামিন দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিন সকালে এক সংক্ষিপ্ত অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ও বিচারপতি সূর্য কান্ত কেজরিওয়ালের দুটি আবেদনের ওপর পৃথক রায় প্রদান করেন। তবে তারা দুজনই মুখ্যমন্ত্রীকে অবশ্যই জামিন দিতে সম্মত হন। বেশ কয়েকটি শর্তে কেজরিওয়ালকে জামিন দেওয়া হয়েছে।

আদালতের আদেশ অনুসারে, জামিনে থাকাকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার অনুমতি ছাড়া কেজরিওয়াল কার্যালয়ে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন না। এছাড়া প্রকাশ্যে এই সংক্রান্ত কোনো মন্তব্য করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।

নিম্ন আদালতে না গিয়ে প্রথমেই কেন দিল্লি হাইকোর্টে গিয়েছেন কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে শুনানির সময় সেই প্রশ্ন তোলেন সলিসিটর জেনারেল। ওই যুক্তিতেই দিল্লির মুখ্যমন্ত্রীর সিবিআইয়ের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। পরে সিবিআইও তাকে গ্রেফতার করে। গ্রেফতারির আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। ফলে তিনিই হয়েছেন দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছেন। লোকসভা নির্বাচনের সময়ে দলের হয়ে প্রচারের জন্য আম আদমি পার্টির নেতাকে শীর্ষ আদালত কয়েক দিনের জন্য প্যারোলে মুক্তি দেয়। পরে আবার তিনি তিহারে আত্মসমর্পণ করেন। অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি।

মদ আবগারি নীতির মামলায় জামিন পাওয়ায় এবার আর মুক্তি পেতে কেজরিওয়ালের সামনে আইনত কোনো বাধা নেই। কারাগারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এনডিটিভিকে জানিয়েছে, আজ বিকেল বা সন্ধ্যার দিকে কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হতে পারে।

এদিকে, কেজরিওয়ালের মুক্তির খবরে তার দল আম আদমি পার্টিতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কেজরিওয়ালের জামিনের খবরের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দলের জ্যেষ্ঠ নেতা মনীশ সিসোদিয়া বলেছেন, ‘আজ আবারও মিথ্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সত্যের জয় হয়েছে।’ দলের নেত্রী ও দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী বলেছেন, ‘সত্যকে কষ্ট দেওয়া যায়, কিন্তু পরাজিত করা যায় না।’