ঢাকা | বঙ্গাব্দ

টানা তিন ম্যাচ জিতে সিরিজ জিতল বাংলাদেশ

বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাঘিনীরা। ফলে ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শেষ পর্যন্ত হারতে হয়েছে স্বাগতিকদের।
  • | ১৫ সেপ্টেম্বর, ২০২৪
টানা তিন ম্যাচ জিতে সিরিজ জিতল বাংলাদেশ ব্যাটিং করে খুব একটা সুবিধা করে ওঠতে পারেনি বাঘিনীরা।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের মোড়কে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বড় একটি অংশ শ্রীলঙ্কায়। যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি জয়ের পর আজ তৃতীয় ম্যাচে মাঠে নামে নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচেও দারুণ এক জয় পেয়েছে সফরকারীরা। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাঘিনীরা।

সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতে নেয়ার পর বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ম্যাচটি জিতে নেয় ১০৪ রানের বিশাল ব্যবধানে। এরপর আজ তৃতীয় ম্যাচে মাঠে নেমে আগে ব্যাটিং করে খুব একটা সুবিধা করে ওঠতে পারেনি বাঘিনীরা। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে অল্প রানের পুঁজি গড়ে বাংলাদেশ ‘এ’ দল। ৯ উইকেট হারিয়ে ৯৭ রানের পুঁজি গড়ে সফরকারীরা। তবে এরপর বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বোলাররা। ফলে ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শেষ পর্যন্ত হারতে হয়েছে স্বাগতিকদের।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল আজ উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। সফরকাররীদের হয়ে আজ সর্বোচ্চ ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন দিলারা আক্তার। ফলে স্বাগতিকদের বোলিং তোপে শেষ পর্যন্ত ৯৭ রান করতে পারে বাংলাদেশ। তবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানরাও ব্যাট হাতে ভালো করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৭ রান করলে ১০ রানের জয় পায় বাংলাদেশ।