ঢাকা | বঙ্গাব্দ

চ্যালেঞ্জিং সিরিজ হবে : শান্ত

শান্ত বলেন, ‘এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পর দলের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস আছে।’
  • | ১৫ সেপ্টেম্বর, ২০২৪
চ্যালেঞ্জিং সিরিজ হবে : শান্ত নাজমুল হোসেন শান্ত

কয়দিন আগেই পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ে এসেছে বাংলাদেশ। ম্যান ইন গ্রিনদের ধবলধোলাই করে সিরিজ জিতেছে টাইগাররা। ঐতিহাসিক এই জয়ের পর এবার নাজমুল শান্তরা ভারত সফরে যাচ্ছেন। ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে শান্ত জানিয়েছেন, আসন্ন সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।

বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় বেশ এগিয়ে ভারত। ঘরের মাটিতে রোহিত শর্মাদের হারানো এক প্রকার অসাধ্য কাজই বটে। টাইগারদের অধিনায়কও জানে সে কথা। তাই চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন তিনি। শান্ত বলেন, ‘এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পর দলের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস আছে, এমনকি পুরো দেশের মানুষের মধ্যেই আছে। প্রতিটি সিরিজ একটা সুযোগ, আমরা দুটি ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ...আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করতে পারছি কি না। আমাদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব, তবে চ্যালেঞ্জিং।’

ভারতের মাটিতে স্পিনারদের দায়িত্ব বেশি থাকবে কি না এমন প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, দল হিসেবে ভালো খেলার কথা। তিনি বলেন, ‘শুধু স্পিনারদের যে দায়িত্ব, তা নয়। ব্যবধান তখনই গড়া সম্ভব হবে, যখন দল হিসেবে খেলব। ব্যাটসম্যান ও পেস বোলারদেরও সমান দায়িত্ব আছে। পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ, দল হিসেবে খেলতে পারলেই ভালো ক্রিকেট খেলব।’

তাসকিন-নাহিদ রানারা পাকিস্তান সফরে বেশ ভালো করেছেন। তবে ভারতীয় পেসারদের চেয়ে অভিজ্ঞতায় টাইগার পেসাররা পিছিয়ে আছেন জানিয়ে শান্ত বলেন, ‘প্রতিপক্ষ দল কী চিন্তা করছে, সেটা বলতে পারব না। তবে আমাদের স্পিন ও পেস বিভাগ ভালো একটা অবস্থানে আছে। তবে ওই দলের সঙ্গে তুলনা করলে অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা কিছুটা পিছিয়ে।’