পাকিস্তানে পেট্রোল ও কেরোসিনসহ চার ধরনের জ্বালানি তেলের দাম কমেছে। রোববার দেশটির অর্থ মন্ত্রণালয় (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। সরকারি নতুন দর অনুযায়ী, এখন থেকে পেট্রোলের নতুন দাম লিটারপ্রতি ২৫৯ দশমিক ১০ রুপি থেকে ২৪৯ দশমিক ১০ রুপি এবং হাই স্পিড ডিজেল লিটারপ্রতি ২৬২ দশমিক ৭৫ রুপি থেকে ২৫৯ দশমিক ৬৯ রুপি ধার্য করা হয়েছে।
এর পাশাপাশি কেরোসিনের দাম লিটারপ্রতি ১৬৯ দশমিক ৬২ রুপি থেকে ১৫৮ দশমিক ৪৭ রুপি এবং লাইট ডিজেলের দাম লিটারপ্রতি ১৫৪ দশমিক ০৫ রুপি থেকে ১৪১ দশমিক ৯৩ রুপি করা হয়েছে।
দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ওগরা) এই চার ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলত আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে রোববার মধ্যরাত থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী ১৫ দিন এই নতুন দর সারাদেশে কার্যকর থাকবে। এএইচএলের হেড অব রিসার্চ তাহির আব্বাস জানান, তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ওগরা) বৈশ্বিক চাহিদার পূর্বাভাস সংশোধন করায় জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে চাহিদা কমে গিয়ে দামও কমে যায়।