ম্যানচেস্টার সিটির পাঁচ আর হার্লিং হালান্ডের একারই চার গোল, তাতেই ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেল রেসে দারুণভাবেই টিকে থাকলো সিটিজেনরা।
শনিবার রাতে উলভার হ্যাম্পটনের বিপক্ষে তাদের জয় ৫-১ গোলে। টাইটেল কন্টেনডার আর্সেনালের ৩-০ গোলে জয়ের ঘণ্টা তিনেক পরেই মাঠে নামা ম্যান সিটি শুরু থেকেই ছিলো অ্যাটাকিং মুডে।
হালান্ড পেনাল্টি থেকে ম্যাচের ১২ মিনিটেই প্রথম গোলটা করেন। ফার্স্ট হাফেই ওপেন প্লে থেকে আরও দুই গোল করেন নওরেজিয়ান অ্যাটাকার।
দ্বিতীয়ার্ধের শুরুতে উলভস একটা গোল শোধ করলেও তার পরের মিনিটেই ফের পেনাল্টির সুযোগ কাজে লাগান হালান্ড। শেষটা করেন হুলিয়ান আলভারেজ।
ক্যারিয়ারে এই প্রথম এক ম্যাচে এক হালি গোলের দৃষ্টান্ত গড়লেন হালান্ড। ২৩ বছর বয়সী এই ফুটবলারের সেই সুবাদে চলতি সিজনে প্রিমিয়ার লিগ গোলের সংখ্যা দাঁড়ালো ২৫। তার চেয়ে স্বস্তির খবর সিটির এখন টেবিল টপার আর্সেনালের চেয়ে মাত্র এক পয়েন্ট কম, তাও আবার একটা ম্যাচ কম খেলে।