ঢাকা | বঙ্গাব্দ

টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে দিল পিকআপ

এক্সপ্রেসওয়েতে পিকআপে মানুষ নিয়ে চলাচলের কোনও সুযোগ নেই। সকালে একদল মানুষ এসে যেতে চাইলে আমাদের কর্মীরা তাদের বাধা দেয়।
  • | ১৮ সেপ্টেম্বর, ২০২৪
টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে দিল পিকআপ সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার কর্মীদের মারধর করে যাত্রীসহ পিকআপ পাড়ি দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে ফেলা হয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কুড়িল টোল প্লাজায় এ ঘটনা ঘটে।

সিসিটিভির ফুটেজ দেখা যায়, ৯টা ৪৫ মিনিটের দিকে একটি মাঝারি সাইজের পিকআপ এসে থামে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায়। পিকআপ বোঝাই ছিল মানুষ। পিকআপে অতিরিক্ত মানুষ দেখে প্লাজার কাউন্টার ম্যান টোল নিতে অস্বীকৃতি জানান।

এরপর তাদের একজনকে টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে ফেলতে দেখা যায়। এরপর কিছু মানুষ পিকআপ থেকে নেমে অতর্কিতভাবে প্লাজায় থাকা কর্মীদের মারধর করেন। পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঊর্ধ্বতন একজন দায়িত্বশীল কর্মকর্তা  বলেন, আমাদের এক্সপ্রেসওয়েতে পিকআপে মানুষ নিয়ে চলাচলের কোনও সুযোগ নেই। সকালে একদল মানুষ এসে যেতে চাইলে আমাদের কর্মীরা তাদের বাধা দেয়। কিন্তু তারা উত্তেজিত হয়ে আমাদের কর্মীদের আঘাত করে টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে চলে যায়। তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা পুলিশ ও এসবিকে জানিয়েছি। এই বিষয়ে তারা পদক্ষেপ নেবেন।