থার্টি ফার্স্ট নাইটে সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরীর সকল বার বন্ধ থাকবে বলে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিক রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এ ধারা-২৮ ও ২৯ এর অর্পিত ক্ষমতাবলে নিম্নোক্ত নির্দেশনা সমূহ জারি করা হলো :
তার মধ্যে হলো থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে অনুমতি ব্যতীত উন্মুক্ত স্থানে কোন ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণ-জমায়েত, নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালী ও শোভাযাত্রা করা যাবে না। এছাড়া থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যে কোন ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরী এলাকায় সকল বার বন্ধ থাকবে। আর আবাসিক হোটেলগুলো সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে।
thebgbd.com/NA