ঢাকা | বঙ্গাব্দ

কোর্তোয়ার সবচেয়ে বড় দুঃখের কারণ রিয়াল মাদ্রিদ

চির আকাঙ্খিত ট্রফির স্বাদ দেয়া রিয়াল মাদ্রিদই তাকে ক্যারিয়ারে সবচেয়ে বাজে অভিজ্ঞতার মুখোমুখি করেছে।
  • | ১৯ সেপ্টেম্বর, ২০২৪
কোর্তোয়ার সবচেয়ে বড় দুঃখের কারণ রিয়াল মাদ্রিদ ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে পাড়ি দেন কোর্তোয়া।

ছয় বছর আগে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়ে এখন পর্যন্ত ১১টি শিরোপা জিতেছেন থিবো কোর্তোয়া। এর মধ্যে আছে দু্ইটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, অনেক ফুটবলারের জীবনে যা পরম আরাধ্যের। চির আকাঙ্খিত ট্রফির স্বাদ দেয়া রিয়াল মাদ্রিদই তাকে ক্যারিয়ারে সবচেয়ে বাজে অভিজ্ঞতার মুখোমুখি করেছে।

২০২১-২২ ও ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোর্তোয়া এর স্বাদ নিতে পারতেন ২০১৩-১৪ মৌসুমেই। অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের খুবই কাছে ছিলেন এ বেলজিয়ান। তার দল ফাইনালে উঠেছিল দাপটের সঙ্গে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে যোগ করা সময়ের তৃতীয় মিনিট পর্যন্ত এগিয়েছিল অ্যাতলেটিকো। ৩৯ মিনিটে লিডসূচক গোলটি করেছিলেন দিয়েগো গডিন।

বাকি গল্পটা অনেকের জানা। তৃতীয় মিনিটের পর হেডে সার্জিও রামোসের ওই গোল, যে গোল ম্যাচের বয়স বাড়িয়ে দেয় আরও ৩০ মিনিট। পরের ৩০ মিনিটে গ্যারেথ বেল, মার্সেলো ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে চ্যাম্পিয়নের মুকুট পরে রিয়াল মাদ্রিদ। শিরোপা হারানোর ওই মুহূর্তটাকেই ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক বলে মনে করেন কোর্তোয়া।

স্প্যানিশ ইন্টারনেট ব্যক্তিত্ব ইবায় লিয়ানোসের সঙ্গে কোর্তোয়া বলেন, ‘ক্যারিয়ারের সবচেয়ে বড় দুঃখের মুহূর্ত? রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হারা। আমাদের দারুণ একটা বছর যাচ্ছিল। লা লিগা জিতেছিলাম। এরপর ৯৩ মিনিট পর্যন্ত এগিয়ে থাকা। কত কাছে ছিলাম। এরপর ট্রফিটা ফসকে গেল।’

ধার শেষ করে পরের বছর চেলসিতে ফিরে যান কোর্তোয়া। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তিনি করেন অতিমানবীয় পারফরম্যান্স। এরপর রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেন। এখন স্প্যানিশ ক্লাবটির প্রথম পছন্দের গোলরক্ষক তিনি।