ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষার্থীদের নির্ভয়ে গণহত্যার তথ্য দিতে বললেন চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রনায়ক শিক্ষার্থীরা। তারা আন্দোলনের সব কিছু দেখেছে। নির্ভয়ে ট্রাইব্যুনালে এসে তথ্য দিক।
  • | ০৩ অক্টোবর, ২০২৪
শিক্ষার্থীদের নির্ভয়ে গণহত্যার তথ্য দিতে বললেন চিফ প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

শিক্ষার্থীদের কাছে জুলাই-আগস্টের গণহত্যার তথ্য চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শিক্ষার্থীদের নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সব কিছু গোপন রাখব। তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া।’ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে এসব কথা বলেন তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রনায়ক ছিল শিক্ষার্থীরা। তারা আন্দোলনের সব কিছু দেখেছে। তাদের অনেক সহপাঠী আন্দোলনে শহীদ হয়েছে। অনেকে গুরুতর আহত হয়েছে। স্কুল শিক্ষার্থীরা এসব ঘটনার সাক্ষী। তারা নির্ভয়ে ট্রাইব্যুনালে এসে তথ্য দিক। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা দেব। যারা তথ্য দেবে তাদের নামপরিচয় সব কিছু গোপন রাখব। তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া।’

আসামিদের নিরাপত্তার বিষয়ে তাজুল ইসলাম বলেন, বিচারের সময় আসামিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাদের মানবিক বিষয় দেখা হবে। কেউ যেন তাদের মানবাধিকার নিয়ে কোনো প্রশ্ন না তোলে। আগামীকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি।