বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে ও জনগণের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কার প্রস্তাবে থাকলেই হবে না। রাজনৈতিক অধিকার আদায় করতে হবে এবং অর্থনৈতিক মুক্তি লাগবে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান তিনি।
ছাত্র আন্দোলনে নিহতদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন তারেক রহমান। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারেক রহমান বলেন, নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে দেশের মানুষের আশা ও প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিতের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে যোগ দেন বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বেলকুচি ও চৌহালি উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা ও উপজেলা বিএনপির বিএনপির নেতারা বক্তব্য দেন।