ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আর কিছুক্ষণ পর

জানা গেছে, বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আর কিছুক্ষণ পর ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে।


জানা গেছে, বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। বিএনপি জানিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।


বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর আলোচনা হবে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসব প্রতিবেদন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করে। এরপর, গত বুধবার এসব কমিশনের চেয়ারম্যানদের নিয়ে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করা হয়।


কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সহসভাপতি হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।


কমিশন আজ (১৫ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে এবং আগামী ছয় মাসের জন্য কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে তারা নির্বাচন, সংবিধান, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের সুপারিশ প্রণয়ন করবে।


বৈঠকে গণ-অভ্যুত্থানপন্থী রাজনৈতিক দল, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে।


thebgbd.com/NIT